1 / 13

1. নাম ও পরিচিতি

গঠনতন্ত্র

শুব্বান দাওয়াতী কাফেলা, সারিয়াকান্দি, বগুড়া

ইসলামী, শরীয়তভিত্তিক, অরাজনৈতিক, অলাভজনক

প্রতিষ্ঠিত: 2024-06-26জমিয়ত শুব্বান আহলে হাদিস,বাংলাদেশ (এর আদলে পরিচালিত)

বিসমিল্লাহির রাহমানির রাহিম। শুরু করছি পরম করুণাময়, অসীম দয়ালু, একত্ববাদী আল্লাহর নামে—যিনি সমগ্র মানবজাতিকে ঐক্যের সূত্রে আবদ্ধ করেছেন নেতৃত্ব ও আনুগত্যের মাধ্যমে। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নেতা, সর্বশেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর। শুব্বান দাওয়াতী কাফেলা—একটি ইসলামী সংগঠন, যার ভিত্তি গঠিত হয়েছে আল-কুরআন ও সহীহ সুন্নাহর ওপর। নৈতিকতা, আদর্শ, জ্ঞান, দাওয়াহ ও কর্মের সমন্বয়ে আমরা একটি আলোকিত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছি।

  • সংগঠনের নাম: শুব্বান দাওয়াতী কাফেলা, সারিয়াকান্দি, বগুড়া
  • সংগঠনটি সম্পূর্ণ শরীয়তভিত্তিক, অরাজনৈতিক ও অলাভজনক
  • জমিয়ত শুব্বান আহলে হাদিস,বাংলাদেশ এর আদলে পরিচালিত
  • আনুষ্ঠানিক যাত্রা: 26 জুন 2024, বাদ আসর (সাধারণ সভার মাধ্যমে)
শুব্বান দাওয়াতী কাফেলাপৃষ্ঠা 1