আমাদের কার্যক্রম
আমাদের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম
আমাদের প্রকল্পসমূহ
বার্ষিক ইসলামী সম্মেলন
আল্লাহর বাণী
আল্লাহ তাআলা বলেন :
মানুষের মধ্যে তোমরাই উত্তম দল যারা মানুষকে কল্যাণের দিকে নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখে। (সূরা আল ইমরান 110)
সমাজ থেকে শিরিক বিদাআত মূলোৎপাটণ করে রাসুলের রেখে যাওয়া সহীহ সুন্নাহ সকলের কাছে পৌঁছে দিতে শুব্বান দাওয়াতী কাফেলার নিরলস প্রচেষ্টা। আহলে হাদিসদের সঠিক আকিদা ও মানহাজ যুব সমাজের দারে পৌঁছে দিতে প্রতি বছর দেশবরেণ্য আলেম, স্কলার ,ও দায়ীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ইসলামী মহা সম্মেলন। বিষয়ভিত্তিক আলোচনার মাধ্যমে যেখানে উপকৃত হন সর্বস্তরের মানুষ।
এছাড়াও সমসাময়িক বিষয়ের উপরে ইসলামী সেমিনার মাসিক আলোচনা সভা ও জুমার খুতবার ব্যবস্থা করা হয়।
